বজ্রপাত কেন হয়

বজ্রপাতের পথ ঘিরে বাতাসের দ্রুত বর্ধনের ফলে বজ্রপাত হয়। বায়ুমন্ডলের নিচের অংশের চেয়ে উপরের অংশে তাপমাত্রা কম থাকে। যার জন্য নিচের দিক থেকে উপরের দিকে মেঘের প্রবাহ হয়। এই মেঘে ছোট ছোট পানির কনা থাকে। যতো বেশি উপরে উঠতে থাকবে পানির পরিমাণও ততো বৃদ্ধি পেতে থাকে। এই ভাবে পানির পরিমাণ যখন ৫ মিঃমিঃ এর বেশি হয়ে যাওয়ার পর পানির অণুগুলো আর পারস্পারিক বন্ধন ধরে রাখতে পারে না। তখন এরা আলাদা হয়ে যায়। ফলে সেখানে বৈদ্যুতিক আধানের এর সৃষ্টি হয়। এই আধানের মান নিচের অংশের চেয়ে বেশি হয়।


তথ্য সূত্র: বজ্রপা, উইকিপিডিয়া