প্যারালিম্পিক গেমস কি

প্যারালিম্পিক গেমসে পঞ্চইন্দ্রিয়ের যেকোন এক বা একাধিক বিকল ইন্দ্রিয় বা বিকলাঙ্গ, প্রতিবন্ধী ক্রীড়াবিদরা এই ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটি আংশিক বা সম্পূর্ণ বিকলাঙ্গদের নিয়ে একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা। এই গেমসটি দুইভাবে অনুষ্ঠিত হয়, গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমস ও শীতকালীন প্যারালিম্পিক গেমস। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের পর থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির তত্ত্বাবধানে সব ধরনের প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।



দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত ও পঙ্গু ব্রিটিশ সৈন্যদের একটি ছোট মিলনমেলা থেকে বিংশ শতকে এসে এই প্যারালিম্পিক গেমস একটি বৃহৎ পরিসরের আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে পরিণত হয়েছে।

এই গেমসের অন্যতম উদ্দেশ্য হল বিকলাঙ্গ ক্রীড়াবিদদের ও সুস্থ ও সাবলীল ক্রীড়াবিদদের মধ্যকার ব্যবধান ঘুচে দিয়ে তাদেরকে সুস্থদের মতই আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রীড়া প্রতিযোগীতার সমান সুযোগ প্রদান করা।

তথ্য সূত্র: প্যারালিম্পিক গেমস, উইকিপিডিয়া