স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের শর্টকোড

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যূৎ অপচয় কমানোর জন্য ডিজিটাল মিটারের পরিবর্তে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বাধ্যতামূলক করেছে।

স্মার্ট প্রি-পেমেন্ট মিটার কী?

এটি একটি প্রি-পেড মিটার অর্থাৎ যেখানে বিদ্যূৎ ব্যবহার করার পূর্বেই বিদ্যূতের মূল্য পরিশোধ করতে হয়।

স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের উদ্দেশ্য

  • উন্নত গ্রাহক সেবা প্রদান করা
  • বিদ্যূৎ অপচয় রোধ করা
  • বিল সংক্রান্ত জটিলতার অবসার ঘটানো
  • ডিমান্ড সাইড লোড  নিয়ন্ত্রন ব্যবস্থাপনা সহজ করা
  • বিদ্যূৎ বিতরণ সংস্থা ও গ্রাহকের মধ্যে সু-সম্পর্ক প্রতিষ্ঠা করা
  • রাজস্ব আদায় নিশ্চিত করা
  • গ্রাহকের ব্যবহার করা লোড নিশ্চিত করা

স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের শর্টকোড

স্মার্ট প্রি-পেমেন্ট মিটারে গ্রাহকগণ নিম্ন বর্ণিত শর্টকোড ব্যবহার করে বিদ্যূত ব্যবহারের পরিমাণসহ বিভিন্ন তথ্যাদি দেখে নিতে পারবেন।

০৭- চুক্তিবদ্ধ লোড
১৮- ট্যারিফ ক্যাটাগরি
১৯- বর্তমান বিদ্যূতের রেট
৩২- ইমার্জেন্সি ব্যালেন্স
৩৭- বর্তমান ব্যালেন্স
৩৯- ইমার্জেন্সি ব্যালেন্স খরচের পরিমাণ
৪৫- সাপ্তাহিক ছুটির দিন
৪৬- ফ্রেন্ডরি আওয়ার
৫১- পাওয়ার ফ্যাক্টর
৫২- ভোল্টেজ
৫৫- কারেন্ট
৬০- এখন ব্যবহার করা লোডের পরিমাণ
৮১- এখন পর্যন্ত বিদ্যূৎ ব্যবহারের পরিমাণ
৮৩- মোট kvarh রিডিং
৮৭- বর্তমান মাসের average power factor
৮৮- গত মাসের average power factor
৯৯- তারিখ ও সময়
২০০- সর্বশেষ বিদ্যুৎ ক্রয়ের পরিমাণ
৪০০- চলতি মাসে মোট বিদ্যূৎ ব্যবহারের পরিমাণ (kWh)
৪০১-  গত মাসে মোট বিদ্যূৎ ব্যবহারের পরিমাণ (kWh)
৪১৩-  চলতি মাসে মোট বিদ্যূৎ ব্যবহারের পরিমাণ (টাকা)
৪১৪- গত মাসে মোট বিদ্যূৎ ব্যবহারের পরিমাণ (টাকা)
৪৭০- বর্তমান মাসে সর্ব্বোচ্চ ব্যবহার করা লোড (maximum demand)
৯৯৯৯৯- ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহন
সবুজ LED- পর্যাপ্ত ব্যালেন্স আছে
লাল LED- পর্যাপ্ত ব্যালেন্স নেই/ ইমার্জেন্সি ব্যালেন্স চলছে