ইউক্রেনের সংক্ষিপ্ত পরিচয়

পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র ইউক্রেন। এর আয়তন ৬,০৩,৬২৮ বর্গকিলোমিটার, ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। দেশটির জনসংখ্যা প্রায় ৪ কোটি ৩৬ লক্ষ, ফলে এটি ইউরোপ মহাদেশের ৮ম সর্বোচ্চ জনবহুল দেশ। ইউক্রেনের পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস, পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর। ইউক্রেনের রাজধানী ও বৃহত্তম শহর কিয়েভ। ১৯৯১ খ্রিষ্টাব্দের ২৪ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।



এক নজরে ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

রাজধানী: কিয়েভ
মোট আয়তন: ৬,০৩,৬২৮ কিমি (২,৩৩,০৬২ মা)
মোট জনসংখ্যা: ৪,১১,৬৭,৩৩৬ জন
রাষ্ট্র ভাষা: ইউক্রেনীয়
মুদ্রার নাম: হ্রিভনিয়া

ধর্মীয় জনগোষ্ঠী

৮৭.৩% খ্রিস্টধর্ম
১১.০% ধর্মহীন
০.৮% অন্যান্য
০.৯% উত্তর দেননি

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৩৮০
গাড়ী চালনার দিক: ডান
ইন্টারনেট টিএলডি: .укр, .ua
তথ্য সুত্র: উইকিপিডিয়া ইউক্রেন