গ্রীনহাউজ প্রতিক্রিয়া

যে পদ্ধতি দ্বারা ভূপৃষ্ঠে বিকীর্ণ হওয়া তাপ বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে তাকে গ্রিন হাউজ প্রতিক্রিয়া বলে। এর ফলে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে যায়।

দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যে সৌর বিকিরণ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অতিক্রম করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে আর এই শক্তি পরবর্তীকালে ভূপৃষ্ঠে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে অবলোহিত রশ্মি আকারে নির্গত করে। বায়ুমণ্ডলের গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত এই অবলোহিত রশ্মি অনেক বেশি শক্তি আকারে ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলের নিম্নস্তরে পুনঃবিকিরিত হয়। উদ্ভিদ উৎপাদন করার জন্য কাচ নির্মিত গ্রিন হাউজ তৈরি করা হয় আর এর অনুসারে এর গ্রিন হাউজ প্রতিক্রিয়া নামকরণ করা হয়।

পৃথিবীতে প্রধান যে চারটি গ্যাস গ্রিন হাউজ প্রতিক্রিয়ার জন্য দায়ী তাদের শতকরা পরিমাণ হচ্ছেঃ

  • জলীয় বাষ্প ৩৬-৭০%
  • কার্বন ডাই অক্সাইড ৯-২৬%
  • মিথেন ৪-৯%
  • ওজোন ৩-৭%

যে দেশগুলো থেকে বেশি গ্রীনহাউজ গ্যাস নির্গত হয়:

রোদ Tuesday, November 8, 2022
COP27
জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন বা United Nations Framework Convention on Climate Change জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি। সংক্ষেপে ইউএনএফসিসিসি বা এফসিসিসি। COP27(Conference of Parties) মিশরের Sharm El Sheikh এ অনুষ্ঠিত হচ্ছে। এটি সাতাশতম কনফারেন্স তাই এর নামকরণ COP27 করা হয়েছে।

রোদ Monday, November 7, 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯৯২ সালে ২১শে অক্টোবর, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলো। এটি বাংলাদেশের একটি এফেলিয়েট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির অধীনে ২,২৮৩ টি কলেজে রয়েছে যাতে অধ্যয়ন করে ২৮ লাখেরও বেশি শিক্ষার্থী।

নীতিবাক্য: সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী

অবস্থান: গাজীপুর, ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থী : ২৮ লাখ (২০১৭)

শিক্ষাঙ্গন: সারাদেশে অধিভুক্ত কলেজসমূহ

ওয়েবসাইট: www.nu.ac.bd


তথ্য সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়, উইকিপিডিয়া

রোদ Sunday, November 6, 2022
লিও তলস্তোয়

রুশ সাহিত্যের অন্যতম লেখক হচ্ছে লিও তলস্তোয়। ১৯০২ থেকে ১৯০৬ পর্যন্ত প্রতি বছর তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন  এবং ১৯০১,১৯০২ ও ১৯১০ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

২৮ আগস্ট ১৮২৮ সালে রুশ সাম্রাজের তুলা প্রদেশের ইয়াস্নায়া পলিয়ানা নামক স্থানে পরিবারের চতুর্থ সন্তান হিসেবে লিও তলস্তোয় জন্মগ্রহণ করেন। শিশু বয়সেই তিনি বাবা-মা হারান এবং আত্মীয়-স্বজনের কাছেই তিনি বড় হন। তিনি উপন্যাস, নাটক, ছোটগল্প এবং প্রবন্ধ রচনা করে খ্যাতি অর্জন করেছেন। ১৯১০ সালের ২০ নভেম্বর, রাশিয়ার আস্তাপভা নামক এক প্রত্যন্ত অঞ্চলের রেলওয়ে স্টেশনে তলস্তোয় অসুস্থ হয়ে পড়েন এবং নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যান। মৃতুর সময় তার বয়স হয়েছিলো ৮২ বছর।

তথ্য সূত্র: ল্যেভ তল্‌স্তোয়, উইকিপিডিয়া

রোদ Tuesday, November 1, 2022
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরে সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়। এটি ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে অবস্থিত।

১২০৯ সালে, স্থানীয় লোকদের সাথে অক্সফোর্ডের কিছু পণ্ডিতব্যক্তির বিবাদের সৃষ্টি হলে তারা শহর ছেড়ে চলে যান এবং ক্যামব্রিজ শহরে এসে নিজেদের সংগঠন তৈরি করেন। এটিই পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে হিসেবে পরিচিত হয়।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ৩১ টি কলেজ ও ১৫০ টি ডিপার্টমেন্ট ও অনুষদ রয়েছে। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দুইটিকে একত্রে  "অক্সব্রিজ" বলা হয়। এই দুই বিশ্ববিদ্যালয়টি একে অপরের প্রতিদ্বন্দ্বী।



তথ্য সূত্র: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, উইকিপিডিয়া

রোদ Saturday, October 29, 2022
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত। ইংরেজি ভাষীদের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়। ১১শ শতাব্দীর শেষ দিকে অথবা ১২শ শতাব্দীর প্রথমে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।

রাজা ২য় হেনরি ১১৬৭ সালে যখন ইংরেজ ছাত্রদের প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জনপ্রিয়তা পায়। প্রথমদিকে বিশ্ববিদ্যালয়ের নিজের কোন ভবন না থাকায় ভাড়া করা হল বা চার্চে ক্লাস নেওয়া হত। ১৩৫৫ সালে রাজা আদেশ করলে বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড শহরে স্থানান্তর করে দেওয়া হয়। ১৮৮৭ সালে প্রথম মহিলা কলেজ লেডি মার্গারেট হল প্রতিষ্ঠিত হয়। ২০ শতকে বিশ্ববিদ্যালয়টির আরও সংষ্কার করা হয়।

নীতিবাক্য: Dominus Illuminatio Mea

বাংলায় নীতিবাক্য: প্রতিপালকই আমার আলো

স্থাপিত: ১১ শতাব্দী

শিক্ষার্থী : ২৩,১৯৫ (২০১৬)

অন্যান্য শিক্ষার্থী: ৫০০

অবস্থান: অক্সফোর্ড, ইংল্যান্ড, যুক্তরাজ্য

ওয়েবসাইট:  ox.ac.uk




তথ্য সূত্র:  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, উইকিপিডিয়া

রোদ Friday, October 28, 2022