ব্রিক্‌স এর পরিচয়

ব্রিক্‌স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার দ্বারা একটি জাতীয় অর্থনীতির সঙ্ঘ। যা নামকরণকৃত হয়েছে এই পাঁচটি দেশের ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো দিয়ে। ২০১০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অর্ন্তভূক্ত হবার পূর্বে এই সঙ্ঘটি "ব্রিক" নামে পরিচিত ছিল। রাশিয়া বর্তমানে ব্রিক্‌সের প্রধান হিসেবে কাজ করছে। প্রতিবছর আনুষ্ঠানিক সম্মেলনে ব্রিক্‌স রাষ্ট্রগুলো একত্রিত হয়। ২০১৬ সালের অক্টোবর মাসে ব্রিকসের অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।



তথ্য সূত্র:  ব্রিক্‌স, উইকিপিডিয়া

রোদ Thursday, February 2, 2023
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার৷

রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ৬৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি ১৯৫০ সালের ১৫ নভেম্বর গঠন করা হয়। ১৯৫২ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে সর্বপ্রথম রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য জনসভা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ১৩ই ফেব্রুয়ারি, ভূবন মোহন পার্কেই আলহাজ্ব আব্দুল হামিদ এমএলএ এর সভাপতিত্বে আরেকটি জনসভা অনুষ্ঠিত হয় ৷ সেই জনসভায় বক্তব্য রেখেছিলেন ইদ্রিস আহমেদ এমএলএ, প্রভাষ চন্দ্র লাহিড়ী, খোরশেদ আলম, আনসার আলী, আব্দুল জব্বার প্রমূখ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে ১৫ ছাত্রনেতা কারারুদ্ধ হন। পরে ছাত্রজনতার পক্ষ থেকে ঢাকায় একটি ডেলিগেশন পাঠানো হয় এবং সেই ডেলিগেশনের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য মরহুম আবুল কালাম চৌধুরী ও আব্দুর রহমান। এভাবে একের পর এক আন্দালনের চাপে স্থানীয় আইন পরিষদ রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্ব দেয়৷ এই আন্দোলনে একাত্ব হন পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদার বখশ৷

১৯৫৩ সালের ৬ ফেব্রুয়ারি, ভুবন মোহন পার্কের আর‌ও একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মাদার বখশ সরকারকে হুশিয়ার করে বলা হয়, "যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব।"  মাদার বখশের এই বক্তব্যে সাড়া পড়ে দেশের সুধী মহলে এবং সাথে সাথে টনক নড়ে সরকারেরও৷ অবশেষে ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ১১ টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ রয়েছে এবং অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৪১টি; যার মধ্যে সরকারি ১১টি ও বেসকারি ২৪টি। অনুষদসমূহ হচ্ছে:

  • কলা অনুষদ
  • বিজ্ঞান অনুষদ
  • প্রকৌশল অনুষদ
  • কৃষি অনুষদ
  • বিজনেস স্টাডিজ অনুষদ
  • সামাজিক বিজ্ঞান অনুষদ
  • আইন অনুষদ
  • জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ
  • চিকিৎসা বিজ্ঞান অনুষদ
  • চারুকলা অনুষদ
  • ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদ

রোদ Wednesday, January 4, 2023
জে কে রাউলিং

জে.কে. রাউলিং ইংল্যান্ডের গ্লস্টারশায়ারের ইয়েটে শহরে ১৯৬৫ সালের ৩১ জুলাই জন্মগ্রহণ করেন। তার এর পুরো নাম জোয়ান ক্যাথলিন রাউলিং। তার বাবার নাম পিটার এবং মায়ের নাম অ্যানি। বাবা ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন গবেষণাগারের টেকনিশিয়ান। তার এক ছোট বোনও আছে।

জে কে রাউলিং একজন ইংরেজ কল্পকাহিনী লেখিকা। জে কে রাউলিং বিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখিকা, যার জন্য তিনি বিশ্বজুড়ে সম্মান ও জনপ্রিয়তা পেয়েছেন। তিনি অনেক পুরস্কারও জিতেছেন। সারা বিশ্বে হ্যারি পটার সিরিজের ৫০০ মিলিয়নেরও অধিক কপি বিক্রি হয়েছে। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে, তার সম্পত্তির পরিমাণ £৫৭৬ মিলিয়ন বলে ফোর্বস পত্রিকা জানিয়েছে। যার মাধ্যমে তিনি প্রথম বই লিখে বিলিয়নিয়ার হয়েছেন।

জে.কে. রাউলিং ‘হ্যারি পটার’ গল্পের ধারণা ১৯৯০ সালে পান। একদিন তিনি পাতাল ট্রেনে চড়ে ম্যানচেষ্টার থেকে লন্ডনে যাচ্ছিলেন। এই ট্রেনেই তিনি দীর্ঘ ৪ ঘণ্টা অতিবাহিত করেছিলেন। এ অবস্থাতেই তিনি চিন্তা করতে করতে তার মাথায় আসে খুব নিচুমনের অধিকারী এক ফুফু ও ফুফার কাছে পালিত হওয়া এক এতিম ছেলের কথা। তিনি মনে মনে তার অবয়ব একে ফেলেন। অবশেষে তিনি ১৯৯৫ সালে হ্যারি পটার সিরিজের প্রথম গল্প 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন' লেখা শেষ করেন।

তথ্য সূত্র: জে কে রাউলিং, উইকিপিডিয়া

রোদ Monday, December 26, 2022
গ্রীনহাউজ প্রতিক্রিয়া

যে পদ্ধতি দ্বারা ভূপৃষ্ঠে বিকীর্ণ হওয়া তাপ বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে তাকে গ্রিন হাউজ প্রতিক্রিয়া বলে। এর ফলে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে যায়।

দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যে সৌর বিকিরণ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অতিক্রম করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে আর এই শক্তি পরবর্তীকালে ভূপৃষ্ঠে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে অবলোহিত রশ্মি আকারে নির্গত করে। বায়ুমণ্ডলের গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত এই অবলোহিত রশ্মি অনেক বেশি শক্তি আকারে ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলের নিম্নস্তরে পুনঃবিকিরিত হয়। উদ্ভিদ উৎপাদন করার জন্য কাচ নির্মিত গ্রিন হাউজ তৈরি করা হয় আর এর অনুসারে এর গ্রিন হাউজ প্রতিক্রিয়া নামকরণ করা হয়।

পৃথিবীতে প্রধান যে চারটি গ্যাস গ্রিন হাউজ প্রতিক্রিয়ার জন্য দায়ী তাদের শতকরা পরিমাণ হচ্ছেঃ

  • জলীয় বাষ্প ৩৬-৭০%
  • কার্বন ডাই অক্সাইড ৯-২৬%
  • মিথেন ৪-৯%
  • ওজোন ৩-৭%

যে দেশগুলো থেকে বেশি গ্রীনহাউজ গ্যাস নির্গত হয়:

রোদ Tuesday, November 8, 2022
COP27
জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন বা United Nations Framework Convention on Climate Change জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি। সংক্ষেপে ইউএনএফসিসিসি বা এফসিসিসি। COP27(Conference of Parties) মিশরের Sharm El Sheikh এ অনুষ্ঠিত হচ্ছে। এটি সাতাশতম কনফারেন্স তাই এর নামকরণ COP27 করা হয়েছে।

রোদ Monday, November 7, 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯৯২ সালে ২১শে অক্টোবর, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলো। এটি বাংলাদেশের একটি এফেলিয়েট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির অধীনে ২,২৮৩ টি কলেজে রয়েছে যাতে অধ্যয়ন করে ২৮ লাখেরও বেশি শিক্ষার্থী।

নীতিবাক্য: সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী

অবস্থান: গাজীপুর, ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থী : ২৮ লাখ (২০১৭)

শিক্ষাঙ্গন: সারাদেশে অধিভুক্ত কলেজসমূহ

ওয়েবসাইট: www.nu.ac.bd


তথ্য সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়, উইকিপিডিয়া

রোদ Sunday, November 6, 2022