Results for "রাজধানী"
সানার সংক্ষিপ্ত পরিচয়
ইয়েমেনের রাজধানী হলো সানা ও সানা গভর্নরেটের কেন্দ্রবিন্দু। এটি পৃথক প্রশাসনিক জেলা "আমানত আল-আসেমাহ" এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহরগুলোর মধ্যে সানা একটি।পৃথিবীর সর্বোচ্চ রাজধানী শহরগুলোর একটি, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২,৩০০ মিটার (৭,৫০০ ফুট)। পুরাতন সানা শহর হল ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।



তথ্য সূত্র: সানা, উইকিপিডিয়া

রোদ Tuesday, August 31, 2021
তেহরানের পরিচয়

ইরানের রাজধানী ও প্রধান শহর হচ্ছে তেহরান। তেহরান ইরান ও পশ্চিম এশিয়ায় সবচেয়ে জনবহুল শহর। কাজার বংশের আঘা মোহাম্মদ খান ১৭৯৬ খ্রিষ্টাব্দে ইরানের রাজধানী হিসেবে তেহরানকে প্রথমবার নির্বাচিত করেছিলো। যাতে করে রাশিয়া-ইরানী যুদ্ধের ফলে ইরানের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া ককেশাস অঞ্চলে ইরানের অঞ্চলগুলির নিকটবর্তী স্থানে থাকা যায় এবং ইরানের পূর্ববর্তী শাসনকার্য বংশোদ্ভূতদের বিপক্ষ দলগুলি এড়ানো যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে রাজধানীকে সরানো হয়েছে এবং তেহরান ইরানের ৩২ তম জাতীয় রাজধানী।





তথ্য সূত্র: তেহরান, উইকিপিডিয়া

রোদ Monday, August 30, 2021
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই এর পরিচয়

সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর হচ্ছে দুবাই। শহরটি পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। দুবাই শহরটি বৈশ্বিক শহর এবং মধ্য প্রাচ্যের প্রধান ব্যবসা কেন্দ্র। যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈশ্বিক পরিবহনের কেন্দ্র। বিংশ শতকের শুরুর দিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্র ছিল। বড় বড় নির্মাণ প্রকল্প, অনেক হোটেল এবং বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দুবাই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।


দেশ: সংযুক্ত আরব আমিরাত
আয়তন: ৩৫ বর্গকিমি বা ১৪ বর্গমাইল
জনসংখ্যা (৮ অক্টোবর ২০১৮): ৩১,৩৭,৪৬৩

তথ্য সূত্র: দুবাই, উইকিপিডিয়া

রোদ Wednesday, February 10, 2021
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পরিচয়
ইন্দোনেশিয়ার রাজধানী এবং সর্ববৃহৎ শহর হচ্ছে জাকার্তা। শহরটি একটি প্রদেশের অন্তর্গত ও পৌর এলাকার জনবহুল জায়গাগুলোর মধ্যে একটি। জাভা দ্বীপের উত্তর-পশ্চিমে জাকার্তা অবস্থিত যা ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু।




দেশ: ইন্দোনেশিয়া
আয়তন: ৬৬১.৫ বর্গকিমি বা ২৫৫.৪ বর্গমাইল
উচ্চতা: ৮ মিটার বা ২৬ ফুট
জনসংখ্যা (২০১০ আদমশুমারি): ৯৬,০৭,৭৮৭

তথ্য সূত্র: জাকার্তা, উইকিপিডিয়া

রোদ Friday, February 5, 2021
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পরিচয়

মালয়েশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে কুয়ালালামপুর। মালয়েশিয়ার সাংস্কৃতিক, আর্থিক ও অর্থনৈতিক কেন্দ্র হচ্ছে কুয়ালালামপুর। এই শহরটি একসময় ফেডারেল সরকারের নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার সদর দপ্তর ছিল। কিন্তু ১৯৯৯ সালের শুরুর দিকে পুত্রজায়ায় স্থানান্তরিত করা হয়েছে।

মালয়েশিয়ার তিনটি ফেডারেল অঞ্চলগুলির মধ্যে কুয়ালালামপুর একটি, যা মালয়েশিয়ার উপদ্বীপীয় এর মধ্যে পশ্চিম উপকূলে সেলেঙ্গর রাজ্যের অন্তর্ভুক্ত। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমস এবং ২০১৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস সহ অনেকগুলো আন্তর্জাতিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এই শহরে। সাম্প্রতিক দশকে কুয়ালালামপুর দ্রুত বিকাশ লাভ করেছে। আর পেট্রোনাস টাওয়ার্স বিশ্বের দুটি উচ্চতম বিল্ডিংয়ের বাড়ি তখন থেকে মালয়েশিয়ার উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে।

দেশ: মালয়েশিয়া
আয়তন: ২৪৩ বর্গকিমি বা ৯৪ বর্গমাইল
উচ্চতা: ৬৬ মিটার বা ২১৭ ফুট
জনসংখ্যা (২০১৮ আনু): ১৭,৯০,০০০

তথ্য সূত্র: কুয়ালালামপুর, উইকিপিডিয়া

রোদ Thursday, February 4, 2021
সুদানের রাজধানী খার্তুমের পরিচয়

সুদানের রাজধানী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে খার্তুম। এটি সাদা নদের নিকট, নীল নদ এবং ভিক্টোরিয়া হ্রদ এর পূর্বে ও ইথিওপিয়ার দক্ষিণে অবস্থিত। নীল নদের দুই পাড়ের এলাকা নিয়ে খার্তুম শহরটি গড়ে উঠেছে। যেখানে দুই নদ মিলিত হয় সেখানে শহরটি অবস্থিত। "আল মরগান"  নামেও জায়গাটি পরিচিত।

মসজিদ আলহাজা সৌদ

খার্তুমে সূর্যাস্ত

রাতের বেলায় খার্তুম

দেশ: সুদান
জনসংখ্যা (২০১৪): ৫১,৮৫,০০০

তথ্য সূত্র: খার্তুম, উইকিপিডিয়া

রোদ Wednesday, February 3, 2021
মালদ্বীপের রাজধানী মালের পরিচয়

মালদ্বীপের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর হচ্ছে মালে। পৃথিবীর সর্বাধিক অন্যতম ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। এই শহরটির অবস্থান ভৌগোলিকভাবে উত্তর মালা অ্যাটল(কাফু অ্যাটল) এর দক্ষিণে।

ঐতিহাসিকভাবে এই শহরটি ছিল রাজা শাসিত দ্বীপ। প্রাচীন রাজবংশ যেখানে শাসন করত আর সেখানেই প্রাসাদটি অবস্থিত। তখন শহরটি মহল নামে পরিচিত ছিল। রাজতন্ত্র ১৯৪৮ সালে বিলুপ্ত হবার পর রাষ্ট্রপতি ইব্রাহিম নাসির এর শাসনকালে শহরটিকে পুনঃনির্মাণ করা হয়। আর সুরম্য দুর্গসমূহ(কোশি), রাজপ্রাসাদ(গনদুয়ারা) এবং ঘাঁটিসমূহ(বুড়ুজ) ধ্বংস করা হয়। তবে মালে ফ্রাইডে মসজিদ থেকে গিয়েছিল।

আকাশ থেকে ধারণকৃত মালদ্বীপের রাজধানী মালে শহরের ছবি

দেশ: মালদ্বীপ
আয়তন: ৯.২৭ বর্গ কিলোমিটার বা ৩.৫৮ বর্গ মাইল
উচ্চতা: ২.৪ মিটার বা ৭.৯ ফুট
জনসংখ্যা: ১৩৩৪১২

তথ্য সূত্র: মালে, উইকিপিডিয়া

রোদ Tuesday, February 2, 2021