Results for "দেশ পরিচিত"
পদ্মা নদী

বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। রাজশাহী শহর এই পদ্মার উত্তর তীরে অবস্থিত।



পদ্মার গভীরতা হচ্ছে ১,৫৭১ ফুট (৪৭৯ মিটার) এবং গড় গভীরতা ৯৬৮ফুট (২৯৫ মিটার)। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার, গড় প্রস্থ ১০ কিলোমিটার। গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তারপর এখান থেকে নদীটির নাম পদ্মা হয়। উৎপত্তিস্থল থেকে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরও পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা-মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়।

দেশ:             বাংলাদেশ
জেলাসমূহ: নবাবগঞ্জ, রাজশাহী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নাটোর,পাবনা, কুষ্টিয়া, মাদারীপুর, শরীয়তপুর,                          ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর
উৎস:           গঙ্গা
দৈর্ঘ্য:           ১২০ কিলোমিটার (৭৫ মাইল)

তথ্য সূত্র: পদ্মা নদী, উইকিপিডিয়া

রোদ Friday, June 24, 2022
বেলজিয়ামের সংক্ষিপ্ত পরিচয়
উত্তর-পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়াম একটি। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। বেলজিয়াম তিনটি অঞ্চলে বিভক্ত- ফ্ল্যান্ডার্স, ওয়ালোনিয়া এবং ব্রাসেলস ক্যাপিটাল সিটি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য বেলজিয়াম। বেলজিয়াম ফ্রান্স এবং উত্তর ইউরোপের সমভূমির মধ্যস্থলে অবস্থিত। উত্তরে উত্তর সাগর। দেশটি ইউরোপের একটি ভৌগোলিক সঙ্গমস্থলে অবস্থিত হওয়ায় মধ্যযুগ থেকেই একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। দেশটি উত্তর সাগরের মাধ্যমে বাকী বিশ্বের সাথে বাণিজ্য চালায়। সামরিক কৌশলগত দিক থেকেও বেলজিয়ামের অবস্থান গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে বহু যুদ্ধ হয়েছে। বেলজিয়াম ১৮৩০ সালে স্বাধীনতা লাভ করে।

রাজধানী: ব্রাসেল্‌
সরকারি ভাষা: ওলন্দাজ, ফরাসি, জার্মান
জনসংখ্যা(২০০৯ আনুমানিক): ১০,৪১৪,৩৩৬
মুদ্রা: ইউরো
গাড়ী চালনার দিক: ডান দিক
কলিং কোড: +৩২
ইন্টারনেট টিএলডি: .be

তথ্য সূত্র: বেলজিয়াম, উইকিপিডিয়া

রোদ Friday, June 4, 2021
জার্মানির সংক্ষিপ্ত পরিচয়
ইউরোপের মধ্যে জার্মানি অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত। জার্মানি আয়তনের দিক থেকে ৭ম বৃহত্তম রাষ্ট্র। মিত্রশক্তি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এবং সোভিয়েত ইউনিয়ন ১৯৪৫ সালে জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করে। মিত্রশক্তি দেশটিকে চারটি অঞ্চলে ভাগ করে: ব্রিটিশ, ফরাসি, মার্কিন ও সোভিয়েত সেনারা একেকটি অঞ্চলের দায়িত্ব নিয়েছিল। ১৯৪০-এর দশকের শেষে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা শক্তিগুলির মধ্যকার মিত্রতা ভেঙে গেলে সোভিয়েত অঞ্চলটি জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র তথা পূর্ব জার্মানিতে পরিণত হয়। পশ্চিম জার্মানি পশ্চিম-নিয়ন্ত্রিত বাকী তিন অঞ্চল একত্রিত হয়ে গঠন করে। পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিন প্রাচীর (বার্লিন প্রাচীর  ছিলো একটি সুরক্ষিত কংক্রিটের অন্তরায়, যা ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আক্ষরিক ও মতাদর্শগতভাবে বার্লিন শহরকে বিভক্ত করেছিল) ভেঙে ফেলে। পূর্ব ইউরোপে সাম্যবাদের পতন ও জার্মানির পুনঃএকত্রীকরণের প্রতীক হিসেবে এই ঘটনাটিকে গণ্য করা হয়। ১৯৯০ সালের ৩রা অক্টোবর দুই জার্মানি আনন্দ উৎসবের মধ্য দিয়ে একত্রিত হয়ে জার্মান ফেডারেল প্রজাতন্ত্র গঠন করে।

রাজধানী: বার্লিন
সরকারি ভাষা: জার্মান
আয়তন: ৩,৫৭,৩৮৬ কিমি (১,৩৭,৯৮৮ মা)
জনসংখ্যা(২০১৮ আনুমানিক): ৮২,৮০০,০০০
মুদ্রা: ইউরো
গাড়ী চালনার দিক: ডান
কলিং কোড: +49
ইন্টারনেট টিএলডি: .de

তথ্য সূত্র: জার্মানি, উইকিপিডিয়া

রোদ Thursday, June 3, 2021
বেলারুশ দেশের পরিচয়
বেলারুশের সরকারী নাম বেলারুশ প্রজাতন্ত্র। উত্তরে ও পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড, এবং উত্তর-পশ্চিমে বাল্টিক প্রজাতন্ত্র লিথুয়ানিয়া ও লাটভিয়া। মধ্যযুগ থেকে পোল্যান্ডের ডিউক রাজত্ব, লিথুয়ানিয়ার ডিউক রাজত্ব, এবং পোলীয়-লিথুয়ানীয় কমনওয়েলথ এর শাসনের অধীনে বেলারুশ দেশটি ছিল। বেলারুশে মধ্য-১৯শ শতকে জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক জাগরণ ঘটে। বেলোরুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বেলারুশ রাষ্ট্র ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির প্রভূত ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ শেষ হওয়ার পরের বছরগুলিতে বেলারুশ ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠে। বেলারুশের আইনসভা দেশটির সার্বভৌমত্ব ১৯৯১ সালের ২৭শে জুলাই ঘোষণা করেন। দেশটি আগস্ট মাসে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় এবং এর মাধ্যমে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনে ভূমিকা রাখে।


রাজধানী: মিন্‌স্ক
সরকারি ভাষা: বেলারুশীয় রুশ
আয়তন: ২,০৭,৫৯৫ কিমি(৮০,১৫৩ মা)
জনসংখ্যা২০১৬ আনুমানিক: 9,498,700
মুদ্রা: New Belarusian ruble
সময় অঞ্চল: ইউটিসি+৩
গাড়ী চালনার দিক: ডান
কলিং কোড: +৩৭৫
ইন্টারনেট টিএলডি: .by

তথ্য সূত্র: বেলারুশ, উইকিপিডিয়া

রোদ Thursday, May 27, 2021
ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র সুইডেন
ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র সুইডেন। রাজধানীর নাম স্টকহোম। এই রাষ্ট্রের উত্তর-পূর্ব দিকে রয়েছে ফিনল্যান্ড, পশ্চিম দিকে নরওয়ে ও দক্ষিণ-পশ্চিম দিকে ওরেসুন্দ সেতু যা দিয়ে ডেনমার্ক যাওয়া যায়। স্ক্যান্ডিনেভীয় দেশেগুলোর বৃহত্তম রাষ্ট্র সুইডেন। দেশটি ইউরোপের তৃতীয় সর্ববৃহৎ দেশ। মাত্র ২১ জন মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। জনসংখ্যার প্রায় ৮৫% শহরকেন্দ্রিক এবং দেশের দক্ষিণপ্রান্তে অবস্থিত শহরসমূহে বসবাস করে। সুইডেন ঊনবিংশ শতক থেকেই একটি শান্তিপূর্ন দেশ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে এবং কোন ধরনের যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকেছে।


রাজধানী: স্টকহোম
সরকারি ভাষা: সুয়েডীয় ভাষা
আয়তন: ৪,৪৯,৯৬৪ বর্গকিলোমিটার বা ১,৭৩,৭৩২ বর্গমাইল
জনসংখ্যা(2012 আদমশুমারি): ৯,৫৫৫,৮৯৩
মুদ্রা: Swedish krona
কলিং কোড: 46
ইন্টারনেট টিএলডি: .se

তথ্য সূত্র: সুইডেন, উইকিপিডিয়া

রোদ Wednesday, March 24, 2021
পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র ঘানা

পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র ঘানা বা গানা। এটি গোল্ড কোস্ট নামের একটি ব্রিটিশ উপনিবেশ ছিল ১৯৫৭ সাল পর্যন্ত। ঘানার কয়েকশ মাইল উত্তর-পশ্চিমের নাইজার নদীর তীরে অবস্থিত মধ্যযুগীয় সাম্রাজ্য ঘানার নামে দেশটির নামকরণ করা হয়।

দেশটিতে ১০০-রও বেশি জাতির লোক বসবাস করে। আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতিগুলোর মধ্যে একটি ঘানার অর্থনীতি, তবে এখনও দেশটির অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। প্রাচীন ঘানাতে ব্রোঞ্জ যুগ থেকে মানুষের বসবাস ছিল তা প্রমাণ করে প্রগৌতিহাসিক যুগের নির্দশন। যদিও আধুনিক ঘানার দখল এগারো শতক পর্যন্ত ছিল। আকান জনগোষ্ঠী বুনুমান নামের জনবসতি এগারো শতকের প্রথমদিকে গড়ে তোলে। ষোল শতকে এই অঞ্চলেই গা ও দাগোমবা নামের দুটি ভিন্ন রাষ্ট্র গড়ে উঠেছিল।

রাজধানী: আক্রা
সরকারি ভাষা: ইংরেজি
আয়তন: ২,৩৮,৫৩৫ বর্গকিলোমিটার বা ৯২,০৯৯ বর্গমাইল
জনসংখ্যা(২০১৪ আনুমানিক): ২,৭০,৪৩,০৯৩
মুদ্রা: ঘানাইয়ান সেডি
কলিং কোড: ২৩৩
ইন্টারনেট টিএলডি: .জিএইস

তথ্য সূত্র: ঘানা, উইকিপিডিয়া

রোদ Sunday, March 14, 2021
ফিনল্যান্ডের সংক্ষিপ্ত পরিচয়

উত্তর-পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে ফিনল্যান্ড অবস্থিত। ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলোর একটি ফিনল্যান্ড। সুমেরুবৃত্তের উত্তরে এর এক-তৃতীয়াংশ এলাকা অবস্থিত। এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে।




দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সক্রিয়ভাবে জড়িয়ে পরে। সোভিয়েত রাশিয়া ১৯৩৯-৪০ এর ৩ মাসব্যাপী শীতকালীন যুদ্ধে ফিনল্যাণ্ড আক্রমণ করে। হেলসিঙ্কিতে সেসময় বিপুল বোমাবর্ষণ হয়। ফিনল্যাণ্ড উপসাগরে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় মস্কো শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হলেও। অপারেশন বারবারোসায় ফিনল্যান্ডের নাৎজি সমর্থনের প্রেক্ষিতে জুন পূর্ব রণাঙ্গন-এর সূত্রপাত হিসেবে ১৯৪১ থেকে সোভিয়েতের সাথে ৩ বছরব্যাপী চলমানযুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধের মধ্যে হেলসিঙ্কিতে বিমান হামলা অনেকটা রুখে দেয়া সক্ষম হয়। ১৯৪৪ সেপ্টেম্বর এ ফিনিস প্রধানমন্ত্রী আনত্তি হ্যাকজেল এর কূটনৈতিক তৎপরতায় যুদ্ধবিরাম হয়।

রাজধানী:
হেলসিঙ্কি
সরকারি ভাষা: ফিনীয়, সুয়েডীয়
জনসংখ্যা(২০০৭ আনুমানিক): ৫,২৮৮,৪৮৩
মুদ্রা: ইউরো
কলিং কোড: ৩৫৮
ইন্টারনেট টিএলডি: .এফআই

তথ্য সূত্র: ফিনল্যান্ড, উইকিপিডিয়া

রোদ Saturday, March 13, 2021